গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ঢাকা থেকে ঈদ উৎযাপন করতে কুড়িগ্রামের নিজ গ্রামের বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার (৩০) ও তার স্ত্রী শারমিন। দু’জনেই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পশ্চিম পাশে বসানো রাবারের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে যায়। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পলাতক থাকলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।এসআই/আরআই
Source: সময়ের কন্ঠস্বর