বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে লোকালয়। ভেঙে যাওয়া বেড়িবাঁধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হাজারো মানুষের।বৃহস্পতিবার (৫ জুন) ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ করে নৌবাহিনী উন্মুক্ত করে দেয় জনসাধারণের জন্য।গতকাল (২৯ মে) শনিবার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের সংযোগ সড়কটির ২০ মিটার জায়গা হলতা নদীর পানির তোড়ে ভেঙে যায়। ফলে দুই ইউনিয়নের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। তলিয়ে যায় অন্তত ছয়টি গ্রাম। এই দুই ইউনিয়নের জনগণের চলাচলে ভোগান্তি নিরসনের উদ্যোগ নেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।গত রোববার (১ জুন) সকালে নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্টের সদস্যরা জনসাধারণের চলাচলের জন্য ভেঙে যাওয়া সড়কে অস্থায়ী সাঁকো নির্মাণকাজ শুরু করেন। আজ (৫ জুন) চলাচলের জন্য সাঁকোটি প্রস্তুত করা হয়।জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশে ভেঙে প্রায় ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। পাঁচটি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হয়।এ ব্যাপারে স্থানীয় আখতারুজ্জামান খান বাদল বলেন, ‘এর আগে যত কাজ হয়েছে ২ থেকে ৩ বছর লাগছে। এত দ্রুত যে এই সাঁকো (ব্রিজ)টি হবে, আমরাও ভাবিনি। এজন্য আমাদের অনেক উপকার হয়েছে, আমি এখান থেকে চলাচল করতে পারতাম না। নৌকা বা অনেকটা দূর থেকে ঘুরে বাজারে আসতে হতো। এজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাই।’স্থানীয় ব্যবসায়ী নূরুল আমিন শিকদার বলেন, ‘নৌবাহিনীকে এত দিন দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা করতে। এরা যে এতটা মানবিক, তা জানা ছিল না। দিনভর বৃষ্টিতে ভিজে পানির মধ্যে পিলার বসিয়ে সাঁকো নির্মাণ করছে। এটা দেখে চোখ জুড়িয়ে গেছে।’স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, ‘এই সাঁকোটা না হলে ২ পাড়ের হাজারো মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি হতো। এই রকম একটি সুন্দর কাজ আসলেই প্রশংসনীয় বটে। স্থানীয় লোকজন উপজেলা প্রশাসন ও নৌবাহিনীর তত্ত্বাবধানে এত দ্রুত কাজ করায় আন্তরিকভাবে ধন্যবাদ তাদের।’এ ব্যাপারে নৌবাহিনীর কমান্ডার (বরগুনা) এম ওয়ালী উজ জামান সাংবাদিকদের বলেন, ‘২৯ মে নিম্নচাপের কারণে বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙে যায়। ফলে এই এলাকার পাঁচটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেড়িবাঁধসংলগ্ন অস্থায়ী সাঁকো (পোল) নির্মাণ করা হয়েছে, আজকে সাঁকোটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।’এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণের কারণে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হয়। এটি জানার পরে স্থানীয় সকলের সাথে কথা বলে উপজেলা পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতায় সাঁকোটি নির্মাণ করা হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংবদ্ধ ধর্ষণ
বান্দরবানে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংবদ্ধ ধর্ষণ

পার্বত্য বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) ধর্ষণের Read more

শনিরআখড়া ও দনিয়ায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
শনিরআখড়া ও দনিয়ায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

অর্ধবার্ষিকে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে
অর্ধবার্ষিকে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৪) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, Read more

পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স
পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স

কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে পশ্চিমমুখী Read more

আজও রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা
আজও রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের কেউ রাস্তা ঝাড়ু দিচ্ছেন, কেউ সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন