মানিকগঞ্জ প্রতিনিধি: আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশধার খ্যাত মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট যেন সস্তির এক নাম। ফলে এই রোড হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে লাখো মানুষ। তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে।নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও স্পিডবোট থাকায় তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। ফলে একপ্রকার স্বস্তির মধ্যেই চলছে যাতায়াত।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ প্রায় অর্ধেকে নেমে এলেও ঈদ ও বড় উৎসবের সময় সেই চাপ বেড়ে যায়। তবে ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় গত কয়েকটি ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে তেমন কোনো সমস্যা হয়নি। এবারও তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন পারাপারে বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ২২টি ফেরি চলছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৮টি এবং আরিচা-কাজিরহাট রুটে ১৩টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে।এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে পার হতে পারছেন। তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে আমরা সফলভাবে যাত্রীদের ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করেছি। আশা করছি, এবারের ঈদেও একই ধারা বজায় থাকবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার দু’জন হলেন ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান Read more

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির
ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির

হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত থাকবে।  এ সময়ে কেবলমাত্র হজ পারমিটধারীরাই  অনুমতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন