সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বাস যাত্রীকে অতিরিক্ত ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে বাকবিতণ্ডার জের ধরে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে সেই গাড়ির নিচে মাথা পিষ্ট হয়ে মারা গেছে সৈকত আহমেদ (২৩) নামে এক যুবক। সৈকত আহমেদ বগুড়া জেলার নন্দি গ্রাম থানার হাজার বেগুনী পাড়া গ্রামের সোলেমানের ছেলে।জানা যায়, বুধবার (৭ জুন) বেলা ২ টার দিকে উল্লাপাড়ার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী এইচ.কে গাড়ির যাত্রী সৈকত আহমেদ এর সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে চলন্ত গাড়ি থেকে সজোরে ধাক্কা দেয় গাড়িটির হেলপার ও সুপারভাইজার। পরে সেই গাড়ির পিছনের চাকায় সৈকত আহমেদ এর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে ওসি আব্দুর রাউফ জানান, ঢাকা থেকে বগুড়াগামী এইচ.কে গাড়িতে ঢাকা থেকে ঈদ উদযাপন করতে বাড়িতে যাচ্ছিলেন সৈকত আহমেদ। ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজার এর সাথে কথা কাটাকাটি হয়, এর জের ধরে তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দেয়।পরে গাড়ির পিছনের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে সেই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িটি আটক করা হলেও অভিযুক্ত হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর