পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যেই আশুলিয়া ছাড়তে শুরু করেছে মানুষ। ঘরমুখো এই যাত্রায় সাধারণত দেখা দেয় ভোগান্তি, তবে এবারের ঈদে সেই দুর্ভোগ হতে পারে কিছুটা বেশি। বিশেষ করে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ঘিরে আশঙ্কা করা হচ্ছে যানজটের।এছাড়া ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া, নিরাপত্তা এবং অপরাধ কর্মকাণ্ডেরও আশঙ্কা করছেন যাত্রীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।আর মাত্র দু’দিন পরেই মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে ঘরমুখো মানুষের রাজধানী ত্যাগের প্রক্রিয়া। নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আশুলিয়া ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। আজ থেকে বন্ধ দেওয়া হয়েছে আশুলিয়ার বেশিরভাগ কারখানা।প্রতিদিনই বাড়ছে বাস টার্মিনালে যাত্রীর চাপ। সড়ক-মহাসড়কে বেড়েছে পরিবহনের চাপ। সাধারণত, ঈদের সময় ঘরমুখো যাত্রায় দুর্ভোগ নতুন কিছু নয়। তবে গত ঈদুল ফিতরে যে সুশৃঙ্খল ও ভোগান্তিহীন যাত্রা প্রত্যক্ষ করেছে আশুলিয়াবাসী, তা এবারের ঈদে একটুখানি ব্যতিক্রমের শঙ্কা থেকে যাচ্ছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে। এই নির্মাণকাজের ফলে কিছু সড়কে তৈরি হয়েছে যানজটের আশঙ্কা, বিশেষ করে রাজধানী থেকে বের হওয়ার মূল পথে। এছাড়াও ঈদকে কেন্দ্র করে বাড়তে পারে ছিনতাই ও চুরির মতো অপরাধ কর্মকাণ্ড। এ বিষয়ে আতঙ্কিত জনসাধারণ। এছাড়াও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালকের পক্ষ থেকে যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা থাকলেও তারা বলছেন, এবারের ঈদে পুরোপুরি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেনা যাত্রীরা।তবে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, বাড়ানো হয়েছে টহল। নজরদারি জোরদার করতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। পাশাপাশি, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে চলছে সমন্বয়।এনআই
Source: সময়ের কন্ঠস্বর