চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো-র ‘মাদ্রিদ ডার্বিতে’ আলোচনার কেন্দ্রে ছিল একটি বিতর্কিত পেনাল্টি। অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার সময় পা পিছলে পড়ে বলটি দু’বার স্পর্শ করেন। পরবর্তীতে রেফারি ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করেন। এ ঘটনার পর বিশ্ব ফুটবলে ওঠে সমালোচনার ঝড়।এই ঘটনার প্রেক্ষিতেই পেনাল্টির নিয়মে পরিবর্তন আনল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। সংস্থাটি মঙ্গলবার (৩ জুন) জানায়, পেনাল্টি নেওয়ার সময় যদি খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে বল দুইবার ছোঁয়, তাহলে গোল বাতিল হবে ঠিকই, তবে সেই খেলোয়াড় আবারও শট নেওয়ার সুযোগ পাবেন।১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে এই নিয়ম কার্যকর হবে জানায় সংস্থাটি। তবে ফিফা জানিয়েছে, এই মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রয়োগ করা হবে।আইএফএবির সেক্রেটারি লুকাস ব্রুড এক বিবৃতিতে জানান, ‘পেনাল্টি নেওয়ার সময় কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এক পায়ের পর আরেক পায়ে বল লাগান, তাহলে তা বর্তমান নিয়মে গোল বাতিলের কারণ হলেও, এটি ইচ্ছাকৃত না হওয়ায় নতুন নিয়মে পুনরায় শট নেওয়ার সুযোগ থাকবে।’তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, তাই ন্যায়বিচারের স্বার্থে বল জালে গেলেও আবার শট নেওয়ার নির্দেশনা থাকবে।’উল্লেখ্য, গত মার্চে আলোচিত ওই ম্যাচে রেফারির সিদ্ধান্তে আলভারেজের গোল বাতিল হলে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ এবং তারা উঠে যায় পরবর্তী রাউন্ডে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর