‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার (২৮ মে) থেকে শুরু হয়ে মঙ্গলবার (৩ জুন) পর্যন্ত ৭ দিনব্যাপী এই পুষ্টি মেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।মঙ্গলবার (৩ জুন) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। এর অংশ হিসেবে পুষ্টি সপ্তাহ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এতিমখানায় পুষ্টিকর খাবার পরিবেশন ও কিশোর-কিশোরী এবং প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক সভা-সেমিনার করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন ও মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি তার বক্তব্যে বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। শুধু শিশু নয়, সব বয়সী মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে হবে।অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল বাংলাদেশ
মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হলো এক নতুন ইতিহাস। মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ স্পেন, পাকিস্তান ও মালয়েশিয়াকে হারিয়ে অপরাজিত ফাইনালিস্ট Read more

প্যারিস অলিম্পিকে ব্যয় ৮.২ বিলিয়ন ডলার
প্যারিস অলিম্পিকে ব্যয় ৮.২ বিলিয়ন ডলার

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের পর্দা উঠছে আগামীকাল ২৬ জুলাই। ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে এবারের অলিম্পিক।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন