আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাড়ির গোয়াল ঘরে ছাউনি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে সেটি সরাসরি গোয়াল ঘরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লোকমান খাঁন মারা যান এবং ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ফেরদৌসকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।নিহতের ভাই জাহিদুল ইসলাম জানান, গরুর ঘরের ছাউনি দেওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ভাই লোকমান মারা যান এবং ভাতিজা আহত হয়। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘পরিবার আবেদন করলে সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।’এফএস
Source: সময়ের কন্ঠস্বর