ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাঞ্জাব কিংস। মঙ্গলবার (৩ জুন) গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দু’দল।টুর্নামেন্টের ১৮ বছরের ইতিহাসে দুই দলই কখনও শিরোপা জেতেনি। ফলে আইপিএল এবার পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। এটি পাঞ্জাব কিংসের দ্বিতীয় ও ব্যাঙ্গালুরুর ৪র্থ ফাইনাল।আইপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলেছে দু’দল। দুই দলের মধ্যে এক দল পাবে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ, মাতবে স্বপ্নপূরণের উৎসবে, আরেক দল পাবে আরও একবার হৃদয়ভঙ্গের স্বাদ।দুই দলই ধরে রেখেছে আগের ম্যাচের একাদশ। ফাইনালের জন্য আনেনি কোনো পরিবর্তন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াচ্ছে আইপিএলের ফাইনাল ম্যাচ।একনজরে দুই দলের একাদশ:পাঞ্জাব কিংস: প্রিয়ানশ আরিয়া, জশ ইংলিশ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ভাদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, বিজয়কুমার বৈশাখ, কাইল জেমিসন, আর্শদ্বীপ সিং, যুজবেন্দ্র চাহাল।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড।আরডি
Source: সময়ের কন্ঠস্বর