সরকারি দপ্তরের ডিজিটাল সেবা চালু থাকলেও টাঙ্গাইলের ভূঞাপুরে এর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের উদাসীনতায় উপজেলার অন্তত এক ডজন সরকারি দপ্তরের ওয়েবসাইট দীর্ঘদিন ধরে হালনাগাদ করা হয়নি। কোথাও সার্ভার ত্রুটি, কোথাও বছরের পর বছর ধরে রয়ে গেছে পুরোনো কর্মকর্তার নাম, আবার কোথাও নেই হালনাগাদের তারিখও। জাতীয় তথ্য বাতায়নের আওতাভুক্ত ভূঞাপুর উপজেলার অন্তত ১১টি দপ্তরের ওয়েবসাইট ঘেঁটে গত ৭ দিনে এমন চিত্র পাওয়া গেছে, যার তথ্য প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।পর্যবেক্ষণে দেখা গেছে, ভূঞাপুর উপজেলার প্রায় ৪০টিরও বেশি ওয়েবসাইটের মধ্যে অন্তত ১১টি দপ্তরের সাইটে নেই হালনাগাদের ন্যূনতম চিহ্ন। বেশিরভাগ সাইটেই ২০২২ সালের পর আর কোনো তথ্য যোগ করা হয়নি। আবার যেগুলোতে হালনাগাদ করা আছে সেগুলোও নামমাত্র। সেখানে প্রয়োজনীয় তথ্যের ২০ শতাংশও পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছেন, তেমনি প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। হালনাগাদ তথ্য না থাকায় দুর্নীতির সুযোগও তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, সর্বশেষ ১ জুন এটি হালনাগাদ করা হয়েছে। তবে সেখানেও প্রয়োজনীয় তথ্যের অর্ধেকের বেশি অনুপস্থিত। নেই দপ্তরের কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশ, কর্মকর্তাদের যোগাযোগের তথ্য, সভার কার্যবিবরণী কিংবা চলমান উন্নয়ন প্রকল্পের বিস্তারিত। সবচেয়ে বিস্ময়কর তথ্য মিলেছে চিকিৎসকদের তালিকা ঘিরে। সাইটে এখনো ২২ জন চিকিৎসকের নাম আছে, যাদের কেউই বর্তমানে ভূঞাপুরে কর্মরত নন। তালিকায় এখনো রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মো. লুৎফর রহমান খানের নাম, যিনি ২০১৫ সালেই অবসরে গেছেন।ওয়েবসাইটে থাকা নম্বরে কল দিলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘দীর্ঘ ১০ বছর আগে আমি দায়িত্ব ছেড়েছি। এরপরও এখনও অনেক মানুষ আমাকে ফোন দেয়, যা অত্যন্ত বিব্রতকর। মাঝে মাঝে চিকিৎসকরাও ফোন করে। তখন তাদের বলি, এটা কীভাবে সম্ভব? হালনাগাদ না হওয়ায় এটা বারবার ঘটছে।’ তার মতো আরও অন্তত পাঁচজন সাবেক চিকিৎসক একই অভিজ্ঞতা জানিয়েছেন।অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়েবসাইট সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ১৬ আগস্ট ২০২২ সালে। তাতেও বর্তমান স্বাস্থ্য কর্মকর্তার নাম নেই। সেখানে এখনও রয়েছে পূর্বের কর্মকর্তা ডা. মহিউদ্দিনের নাম, যিনি ২০২২ সালেই বদলি হয়েছেন। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হালনাগাদের নির্দেশ দিয়েছি। কাজটি চলমান রয়েছে।এদিকে, ভূঞাপুর থানার ওয়েবসাইটেও দেখা যাচ্ছে পুরোনো তথ্য। এখনও সেখানে রয়েছে সাবেক অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামের ছবি, যিনি ২ আগস্ট ২০২২ তারিখে দায়িত্বে ছিলেন। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম সময়ের কণ্ঠস্বরকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি জেনে তারপর ব্যবস্থা গ্রহণ করব।  এছাড়া শিক্ষা প্রকৌশল, সাব-রেজিস্ট্রার অফিস, ফায়ার সার্ভিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাট উন্নয়ন কার্যালয়, বিআরডিবি ও ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ওয়েবসাইটও দীর্ঘদিন ধরে হালনাগাদ হয়নি।জানা গেছে, চলতি বছরের ১৫ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ দপ্তরগুলোকে ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ভূঞাপুরে সেই নির্দেশনার বাস্তবায়ন হয়নি। এতে প্রশাসনিক গাফিলতির প্রমাণ মিলছে বলে মন্তব্য করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমি এখানে যোগদান করেছি এক মাসও হয়নি। দায়িত্ব নেওয়ার পরপরই সব দপ্তর প্রধানকে ওয়েবসাইট সচ্ছ ও হালনাগাদ রাখার নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে অনেকগুলোর কাজ শেষ হয়েছে। তবে চিকিৎসকদের তালিকার বিষয়টি আমার জানা নেই—এটি হয়ে থাকলে তা দুঃখজনক। যিনি আইসিটির দায়িত্বে আছেন তাকেও নির্দেশ দিয়েছি। এরপরও কেউ গাফিলতি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গার্মেন্ট কারখানাগুলোয় টানা অস্থিরতার কারণ কী?
গার্মেন্ট কারখানাগুলোয় টানা অস্থিরতার কারণ কী?

পুরো সেপ্টেম্বর মাস জুড়ে বিভিন্ন দাবিতে আশুলিয়া অঞ্চলের পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শ্রমিকদের টানা বিক্ষোভের জের ধরে শেষ পর্যন্ত Read more

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল 
পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন।

চীনে প্রবল বৃষ্টিতে ৪ জনের মৃত্যু, ১১ প্রদেশে বন্যা সতর্কতা
চীনে প্রবল বৃষ্টিতে ৪ জনের মৃত্যু, ১১ প্রদেশে বন্যা সতর্কতা

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে অস্বাভাবিক ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন নিখোঁজ Read more

সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন