পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি এখন তুঙ্গে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে তাঁরা স্থানীয় খামার (ফার্ম)গুলো থেকে কোরবানির পশু কিনছেন। জানা গেছে, জোহানেসবার্গ, কেপ টাউন, ডারবানসহ বিভিন্ন শহরের পশু খামারগুলোতে প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিদের ভিড় বাড়ছে। কেউ একা, কেউবা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে যাচ্ছেন গরু, ভেড়া ও ছাগল কিনতে। পশু বাছাইয়ের সময় তারা হালাল উপায়ে পালন হওয়া পশু কিনতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। স্থানীয় এক খামার মালিক জানান, ‘প্রতিবছর ঈদের সময় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে ভালো সাড়া পাই। এবারও আগেভাগেই অনেকে বুকিং দিয়ে রেখেছেন।’ দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি সবসময়ই ধর্মীয় উৎসবগুলোকে ঘিরে ঐক্য ও সহমর্মিতার পরিচয় দিয়ে আসছেন। এবারের ঈদুল আযহাও তার ব্যতিক্রম নয়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর