ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দালালচক্রের দৌরাত্ম্য ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজেই সরেজমিনে অভিযান চালিয়ে দুই দালালকে হাতেনাতে আটক করেছেন।সোমবার (০২ জুন) রাত আনুমানিক ৮টার দিকে জেলা শহরের ডিসি অফিস চত্বরে অবস্থিত এলএ শাখায় এই আকস্মিক অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক হওয়া দালালরা হলেন—মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বাসিন্দা আমির হোসেনের ছেলে ফখরুল ইসলাম (৪৮) এবং চট্টগ্রামের সাতকানিয়ার রানপুর এলাকার শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ সেলিম (৪২)।জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরেই ভূমি অধিগ্রহণ শাখা নিয়ে নানা ধরনের অনিয়ম, দালালদের দৌরাত্ম্য ও সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগ যাচাই-বাছাই করে আমরা দেখতে পাই, কিছু অসাধু দালাল অফিসের অভ্যন্তরে প্রবেশ করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিল। এই অবস্থার অবসান ঘটাতে এবং অফিস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়।’তিনি আরও জানান, এলএ শাখার মতো গুরুত্বপূর্ণ দফতরে কোনো দালাল কিংবা মধ্যস্বত্বভোগীর জায়গা নেই। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ফখরুল ও সেলিম দীর্ঘদিন ধরে এলএ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আঁতাত করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ফাইল, চেক ছাড় করানোসহ নানা কাজে সাধারণ মানুষকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে টাকা আদায় করতেন।অভিযানে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানের পর আটক দুইজনকে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।জেলা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবাপ্রার্থীরা। তারা বলছেন, দীর্ঘদিন পর দালালদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর