পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে বাংলাদেশ।৩৪ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৬ রান করে ফেরেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম ম্যাচে এটা তার প্রথম ফিফটি।গত মাসে আরব আমিরাতের বিপক্ষে শারজায় দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন ইমন। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৩২ বলে তিন চার আর তিন ছক্কায় এই ইনিংস খেলেন।এছাড়া ১৮ বলে ২৫ রান করেন তাওহিদ হৃদয়। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাকের আলি।১৮ বলে ২২ রান করে ফেরেন অধিনায়ক লিটন কুমার দাস।সিরিজের প্রথম দুই ম্যাচে ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩৭ ও ৫৭ রানে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ।আজ হোয়াইটওয়াশ এড়াতে নেমে ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা ১০.৪ ওভার ১১০ রানের পার্টনারশিপ গড়েন। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন তারা।দুই ওপেনার আউট হওয়ার পর বড় কোনো জুটি গড়তে পারেননি লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ ও জাকের আলিরা। যে কারণে দুইশো রানের আগেই ইনিংস থামে বাংলাদেশের।এফএস
Source: সময়ের কন্ঠস্বর