গরীবদের জন্য বরাদ্দকৃত ‘ভিজিএফ’-এর চাল নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় কক্সবাজারের উখিয়ায় চার পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ।জানা গেছে, গত ২৮ মে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি দায়ের করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ হামজা। মামলায় স্থানীয় চার সাংবাদিকসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দিয়েছেন আদালত। যা আজ রবিবার (০১ জুন) বিষয়টি জানাজানি হয়। মামলায় অভিযুক্ত সাংবাদিকরা হলেন—দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন, সময়ের কণ্ঠস্বর ও দৈনিক জনকণ্ঠের উখিয়া সংবাদদাতা মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজের বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান এবং দৈনিক খবরের কাগজের উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ। এদের সবাই পেশাদার সংবাদকর্মী এবং উখিয়ায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।জানা গেছে, মামলার বাদী ছৈয়দ হামজার বিরুদ্ধে অস্ত্রসহ চারটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।এই ঘটনায় কক্সবাজার ও উখিয়ার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উখিয়া ও কক্সবাজারের সাংবাদিকরা মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে।এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর