বৈরী আবহাওয়া, সাগর উত্তাল ও ভারী বর্ষণে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের প্রায় এক শতাধিক বসতবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। এতে এই সমস্ত বসতবাড়িতে থাকা সাধারণ মানুষ গুলো পড়েছে বিপাকে।বৃহস্পতিবার (২৯ মে) বিকালের দিকে, এই দুটি দ্বীপের বাসিন্দাদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়,গভীর সাগর সংলগ্ন দ্বীপের উপকুলবর্তী প্রায় এক শতাধিক বসতবাড়ির বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। বর্তমানে তাদের চলাচলের রাস্তা গুলো পানির নিচে। স্বল্প সময়ের মধ্যে পানিবন্দি থেকে মুক্ত হতে না পারলে দৈনন্দিন কাজে বাধাগ্রস্থ হবে। পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ারও আশঙ্কা রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সেন্টমার্টিনের বাসিন্দা ব্যবসায়ী জোবায়ের জানান, গতকাল গভীর রাত থেকে ভারী বর্ষণে প্লাবিত হয়ে যায় আমাদের এলাকা। পানি চলাচলের রাস্তা না থাকার কারণে স্বল্প সময়ের মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে এই সমস্ত বসতবাড়ি সদস্যরা। পানি চলাচলের রাস্তা গুলো সংস্কার করা প্রয়োজন। বৃষ্টি কমে গেলে পানিবন্দি হয়ে পড়া বসতবাড়ির বাসিন্দাদের চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও জানান তিনি।শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা জেলে আব্দুর শুক্কুর জানিয়েছেন, নাফনদী ও সাগর উপকূলে অবস্থিত বসতবাড়ি গুলো বর্ষা মৌসুম এলেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে থাকে। এই সমস্ত এলাকার বেশীরভাগ জনগোষ্ঠী অসহায়। তাদের জীবিকা নির্বাহ করার এক মাত্র রাস্তা হচ্ছে সাগরে মাছ শিকার করা।৫৮ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার আমাদের পরিবারে অভাব অনটন লেগেই আছে। পাশাপাশি গতকাল রাত থেকে বৈরী আবহাওয়া ভারী বর্ষণ ও জোয়ারের পানির ধাক্কায় নাফনদ সংলগ্ন বেড়ীবাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ভাঙ্গন ধরেছে। পাশাপাশি সাগরের জোয়ারের পানির আঘাত করছে। উক্ত দ্বীপের পশ্চিমপাড়া এলাকার নবনির্মিত বাঁধটি পানির তোড়ে ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে। সাগরে পানির উচ্চতাও চোখে পড়ার মতো। যে কোন মূহুর্তে বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।যদি ভেঙ্গে যায় বিগত কয়েক বছর আগের মতো পশ্চিমপাড়া এলাকাসহ দ্বীপের বেশ কয়েকটি পাড়া সাগরে বিলীন হয়ে যাবে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, দূর্যোগে মোকাবেলায় উপকুলবর্তী এলাকায় অবস্থিত অসহায় মানুষ গুলোর  কোন বিপদে আপদে সঠিক সময়ে পাশে থাকার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের আগে থেকেই নির্দেশ প্রদান করা আছে।পাশাপাশি ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া মানুষ গুলোর সার্বিক পরিস্থিতি যাচাই বাছাই করে বিষয়টি লাগব করার জন্য দায়িত্বরতদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠিতে বিএনপির বিজয় মিছিল
ঝালকাঠিতে বিএনপির বিজয় মিছিল

ঝালকাঠিতে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি Read more

ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার
ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার

কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।বৃহস্পতিবার Read more

ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল, বাজছে সতর্কতা সাইরেন
ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল, বাজছে সতর্কতা সাইরেন

ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের বিপ্লবী Read more

ভারত থেকে আসা পানিতে তলিয়েছে আখাউড়া স্থলবন্দর, ভেঙে গেছে সেতু
ভারত থেকে আসা পানিতে তলিয়েছে আখাউড়া স্থলবন্দর, ভেঙে গেছে সেতু

ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানির তোড়ে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। প্লাবিত হয়েছে আশপাশের অন্তত ১০টি গ্রামে।

বগুড়ায় প্রায় আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার
বগুড়ায় প্রায় আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ায় ২ লাখ ৪৪ হাজার টাকা পরিমাণ ৫০০ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন