টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে কয়েক দিন ধরেই চলছে বিচ্ছেদ গুঞ্জন। এ দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েই চলেছে। সত্যিই কি তারকা জুটির বিচ্ছেদ হতে চলেছে? এ কৌতূহল তাদের ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে। সামাজিক মাধ্যমে একে-অপরের ছবিতে ‘লাইক’ দিলেও জল্পনার রেশ কিছুতেই থামছে না। এমন আবহেই নুসরাত জাহানের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে— একাধিক জীবনদর্শনমূলক স্ট্যাটাস। সেখানেই একটি পোস্টে রয়েছে— পরিস্থিতি অনুযায়ী মানুষের সিদ্ধান্তও বদলে যায়।গতকাল বুধবার (২৮ মে) সকাল থেকেই তারকা জুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টালিপাড়া। ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ ও নুসরাত নাকি একে-অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না, নেটিজেনদের মাঝে সে রকমই জল্পনার সূত্রপাত। আবার সেই জল্পনা থেকেই ঘৃতাহূতি দেয় তাদের আলাদা ঘুরতে যাওয়ার খবর। মা-বাবা, বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরাত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। শৈলশহর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে জানান দিয়েছিলেন— তিনি সময়টা বেশ উপভোগ করছেন। অন্যদিকে যশ দাশগুপ্ত তার প্রথমপক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে। এমন আবহেই মাঝেমধ্যে অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একাধিক পোস্টে মন খারাপের আভাস। সেখানে কখনো মাতৃত্বের পাঠ দেওয়া পোস্ট শেয়ার করেন, আবার কখনোবা তার স্ট্যাটাসে থাকে জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা।গতকাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা আধ্যাত্মিক ভিডিওতে ফুটে উঠেছে মানুষের সিদ্ধান্ত নেওয়ার মনস্তত্ত্বিক পাঠ। যেখানে এক ধর্মগুরুকে বলতে শোনা যায়—মানুষও পরিস্থিতি অনুযায়ী নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়। কিন্তু ঘিতে মাছি পড়লে তখন সিদ্ধান্ত বদলে যায়। তখন আর ঘি ফেলে দেয় না মানুষ, তার পরিবর্তে মাছিটাকেই উঠিয়ে ফেলে দেয়। মুহুর্মুহু নুসরাতের এহেন জীবন দর্শনমূলক স্ট্যাটাসে নেটিজেনদের মাঝে শোরগোল পড়ে যায়। ভক্ত-অনুরাগীরা যখন ঝড় শান্ত হওয়ার অপেক্ষায়, তখন একাংশ প্রশ্ন তোলেন—তাহলে কি যশ দাশগুপ্তের সঙ্গে তার বিচ্ছেদ হতে চলেছে?এর কিছু দিন আগেও গীতার বাণী শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে লেখাছিল— সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যার বাংলায় অর্থ দাঁড়ায় ঠিক এমন— সকল ধর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরের কাছে আত্মসমর্পণ কর। সেই পোস্টেই সংযোজন— যা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে, সেখানে সমপর্ণ কর। এটা জীবনে শান্তি আর স্বাধীনতা এনে দেয়। যাবতীয় বিষয় ক্রমানুসারে রেখে দুয়ে দুয়ে চার করে নেটিজেনদের একটি একাংশের ধারণা— তারকা জুটির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। তাদের রসায়ন আর আগের মতো নেই। আদৌ কি তাই? জল্পনা বাড়তেই সংবাদ মাধ্যমের কাছে কথা বলেছেন যশ দাশগুপ্ত। অভিনেতা সবটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ভুয়া খবর ঘুরছে। যশ বলেন, নুসরাত জাহানের সঙ্গে কোনো সমস্যাই হয়নি তার। ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার বিষয়টি নিয়ে যশ আরও বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণেই তার প্রোফাইল থেকে নুসরাতকে ফলো করা যাচ্ছে না। রসিকতা করে অভিনেতা বলেন, কেন নুসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটি জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে। যদিও শোরগোল হওয়ার পর দুজনেই একে অপরের ঘুরতে যাওয়ার ছবিতে ‘লাইক’ করেছেন।এবি
Source: সময়ের কন্ঠস্বর