কিশোরগঞ্জের ভৈরবে ঘুরতে আসা ৩ বন্ধুসহ এক ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। এসময় তাদের কাছ থেকে ৭২ হাজার টাকা ও ২টি বাটন মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে ভৈরব লঞ্চ টার্মিনালের ভিতরে এই ঘটনা ঘটে। তারা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রামের ইসলামপুর এলাকার আক্কাছ মিয়ার ছেলে মো. কাশেম, কুমিল্লার দেবীদ্বার এলাকার শাহিন মিয়ার ছেলে মো. ইমন ও ব্রাহ্মণ্যবাড়ির নাসিননগরের বলাপুর এলাকার লিটন মিয়ার ছেলে মো. সাকিব।এছাড়া সুনামগঞ্জের আব্দুর রহিমের ছেলে হযরত আলী।ভুক্তভোগী মো. কাশেম বলেন, আমরা ৩ বন্ধু চট্টগ্রামে মসলার ব্যবসা করি। ঈদ উপলক্ষে আমরা দেশের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে ২ বন্ধুকে সাথে নিয়ে বাড়িতে ঘুরতে এসেছিলাম। ভোরে ভৈরব রেলস্টেশনে আসার পর লঞ্চে করে অষ্টগ্রামে যাওয়ার জন্য লঞ্চ টার্মিনালের আসি। টার্মিনালে লঞ্চের জন্য যখন অপেক্ষা করছিলাম তখন হঠাৎ ৫/৬ জন ছেলে এসে হঠাৎ আমাদের উপর হামলা করে এবং আমাদের টেনে হেছরে টার্মিনালের ভিতরে থেকে বের করে সড়কে নিয়ে যাই। এই সময় ছিনতাইকারীরা আমাদের মারপিট করে সাথে থাকা একটি বাটন মোবাইল, ৫ হাজার টাকা ও কাপড়ের ব্যাগ নিয়ে যায়।এছাড়া আরেকজন ভুক্তভোগী হযরত আলী বলেন, আমি ভৈরব বাজার থেকে মালামাল কিনতে সুনামগঞ্জ থেকে এসেছি। লঞ্চযুগে ভৈরব বাজার থেকে মালামাল কিনে নিয়ে যায়। আজ ভোরে আমি যখন লঞ্চ টার্মিনালের বসে ছিলাম তখন হঠাৎ ৫/৬ জন ছেলে আমাকে হঠাৎ অস্ত্র ঠেকিয়ে আমার কাছে থাকা মালামাল ৬৭ হাজার টাকা ও একটি বাটন মোবাইলের ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমাকে তারা লাঠি দিয়ে আঘাত করে। ভৈরব শহর ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ জানান, খবর পেয়ে সাথে সাথে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হচ্ছে। ছিনতাইকারীদের খুঁজতে পুলিশ সদস্যরা কাজ করেছে। সকালে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি বলেন, ছিনতাইয়ের বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাস্থলে আমি যাচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছয় কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার নির্দেশনা স্থগিত
ছয় কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার নির্দেশনা স্থগিত

অবশিষ্ট ৬ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ Read more

ব্রিকস’র বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ
ব্রিকস’র বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

আগামী ১০ জুন রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হবে ব্রিকস’র দুই দিনব‌্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠক। এ বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী Read more

বিজয়নগরে ৩ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের জরিমানা
বিজয়নগরে ৩ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পোস্টারে প্লাস্টিক ও ডিজিটাল ব্যানার লাগিয়ে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ১০ হাজার টাকা করে ৩০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন