গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইসহাক রুহুল্লাহ গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) ভোরে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান। তিনি জানান, গত ২৩ মে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় স্যাটার্ন গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে কয়েকটি ককটেল বিষ্ফোরণ হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত মামলার এজাহারভুক্ত আসামী।তিনি আরও জানান, ভোরে সেনাবাহিনীর একটি দল ইসহাক রুহুল্লাহকে থানায় হস্তান্তর করে, পরবর্তীতে আমরা আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।এআই
Source: সময়ের কন্ঠস্বর