ইডেন কলেজ সাংবাদিক সমিতি (ইকসাস) আহ্বায়ক হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১ রিপোর্টার স্মৃতি আক্তার এবং সদস্য সচিব প্রতিদিনের সংবাদ ও মানবতার কণ্ঠ রিপোর্টার তানজিলা আক্তার মাসুমা। বুধবার (২৮ মে) ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ৩ মাসের জন্য ৩ উপদেষ্টা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোছা তানজিলা (নন্দিত টিভি), যুগ্ম আহ্বায়ক জাকিয়া আক্তার (ফাল্গুনী টিভি), সদস্য তামান্না আক্তার (প্রতিদিনের কাগজ), সদস্য তানজিলা আক্তার তনিমা (ক্যাম্পাস টাইমস), সদস্য ফাতেমা আক্তার (আমার বার্তা), সদস্য মোকারমা খাতুন (ভোরের বাংলা নিউজ), সদস্য মুহসিনা সাদিকা তানহা (বাংলা এফএম)। এনআই
Source: সময়ের কন্ঠস্বর