কুমিল্লার চৌদ্দগ্রামে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, মেসার্স টিপানী কেমিক্যাল অ্যান্ড কনজুমার নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই’র অনুমোদন ছাড়াই তাদের উৎপাদিত সস (ভেজিটেবল) পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মানচিহ্ন) ব্যবহার করছিল। পণ্যের গুণগত মান পরীক্ষণপূর্বক বিএসটিআই’র সিএম সনদ না নিয়ে এমন কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার মেসার্স আলিফ বেকারী প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়, মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ এবং পরিদর্শক (মেট) মো. আরিফ উদ্দিন (প্রিয়)। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনআই
Source: সময়ের কন্ঠস্বর