বরিশালের গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (২৮ মে) সকালে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে ট্রনিং সেন্টারে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, আবাসিক মেডিকেল অফিসার তৌকির আহম্মেদ, মেডিকেল অফিসার ডাঃ টিপু সুলতান, ডাঃ প্লাবন হালদার, সিনিয়র শিক্ষক এইচএম ইলিয়াস, এসএম জাকির হোসেন। বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিষ্ট মো. ফিরোজ আলম, প্রধান সহকারী মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। এমআর
Source: সময়ের কন্ঠস্বর