বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (লেভেল–১, সেমিস্টার–১) স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ৬টি অনুষদের মোট ১ হাজার ১১৬টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১ জন। সেই হিসাবে ৬৫টি আসন ফাঁকা রয়েছে। বাকি আসনগুলো পরবর্তী মাইগ্রেশনের মাধ্যমে পূরণ করা হবে।বুধবার (২৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাকৃবির শিক্ষা বিষয়ক শাখা-১ এর অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড ফারুক আহম্মদ ।তিনি আরও জানান, ভেটেরিনারি অনুষদের ৫টি আসন, কৃষি অনুষদের ১৩টি আসন, পশুপালন অনুষদের ৪টি আসন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ৬ টি আসন ফাঁকা রয়েছে । কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন কৃষি প্রকৌশলে ১৪ টি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি, এবং বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিংয়ে ৮টি আসন ফাঁকা রয়েছে। এছাড়াও মৎস্য বিজ্ঞান অনুষদের ৫টি আসন এবং ফুড সেফটি ম্যানেজমেন্টে ৫টি আসন ফাঁকা রয়েছে।উল্লেখ্য, গত ২৬ মে বাকৃবিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১১৬টি আসনের মধ্যে ভেটেরিনারি অনুষদে রয়েছে ১৮০টি, কৃষি অনুষদে ৩২০টি, পশুপালন অনুষদে ১৮০টি, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আওতাধীন কৃষি প্রকৌশল বিভাগে ১০০টি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি এবং বায়োইনফরমেটিকসে ৩০টি, মৎস্য বিজ্ঞান অনুষদে ১২০টি এবং ফুড সেফটি ম্যানেজমেন্টে রয়েছে ৩০টি আসন।এইচএমো রিয়াজ হোসাইন
Source: সময়ের কন্ঠস্বর