বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিতব্য ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নং-১ গেটসংলগ্ন স্থানে এই স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী। স্মৃতিফলকটির নকশা প্রণয়ন করেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. তৌফিক আলম বলেন, ‘এই স্মৃতিফলক জুলাই আন্দোলনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। এর সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগ এবং ঐতিহাসিক গুরুত্ব জড়িত। এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। স্মৃতিফলকের উদ্বোধনে অংশ নিতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব স্মরণে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আন্দোলনের সময় এলাকাবাসী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তাই আজ এই শুভ কাজের অংশীদার হয়েছেন তারাও। আশা করছি খুব শিগগিরই এটি দৃশ্যমান হবে।’স্মৃতিফলক নির্মাণ কমিটির সদস্য এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাহীর খান বলেন, ‘স্মৃতিফলকটি ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস জানতে উৎসাহিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস জোগাবে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর