টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস।বুধবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পীযূষ মন্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা এবং সদর ইউনিয়ন প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বক্তারা বলেন, কৃষি ও পুষ্টি খাতে উদ্যোক্তা তৈরিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ছিল কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও।উল্লেখ্য, সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কংগ্রেস কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর