রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫টায় মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এ সময় বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯নং রাঙ্গামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ, রাঙ্গামাটি জেলা নায়েবি আমীর মাওলানা মো. জাহাঙ্গীর আলম। এ সময় জেলা শিবির সভাপতি মো. শহিদুল ইসলাম সাফি, জেলা মজলিস শুরা সদস্য ও রাঙ্গামাটি পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ, বাঘাইছড়ি পৌর সভাপতি কাজী নেয়ামত উল্লাহ, উপজেলা টিম সদস্য আব্দুল কাইয়ুম, টিম সদস্য ওবায়দুল হক উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন উপজেলা টিম সদস্য সরদার আব্দুর রহিম ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আবসার হোসেন। উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টায় স্থানীয়দের ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি, এই উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বান্দরবানে সমাবেশ 
হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বান্দরবানে সমাবেশ 

সারাদেশে সব শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে।

নোয়াখালীতে তারেক রহমানের নামে মামলা, মানববন্ধনে হামলা
নোয়াখালীতে তারেক রহমানের নামে মামলা, মানববন্ধনে হামলা

আওয়ামী শাসনামলে নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী আওয়ামী লীগ নেতা এডভোকেট ওমর ফারুক এখনো এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন