ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- রাফেজ (৪১) ও মাকসুদুর রহমান (৩৫)। তারা দুজনেই ভোলা জেলার বাসিন্দা।সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে ভোলার মনপুরা-হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-১ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চটিতে তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়।পরে জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।এআই
Source: সময়ের কন্ঠস্বর