টাঙ্গাইলের মির্জাপুরে বস্তা সড়াতে গিয়ে সাপের কামড়ে বাঞ্চা পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে তিনি নিজ বাড়িতেই মারা যান। নিহত উপজেলার হাট ফতেপুর গ্রামের গেন্দু পালের ছেলে বাঞ্চা পাল (৫৫)।জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘরের ভিতর বাঞ্চা বস্তা সরাচ্ছিলেন। এ সময় বিষাক্ত সাপে তার ডান হাতে কামড় দেয়। তিনি বুঝতে না পেরে বাজারে ব্যথার ট্যাবলেট কিনতে যান। ওষুধ বিক্রেতা ক্ষত দেখে জানান, ‘এটি সাপের কামড়ের মতো লাগছে’ এবং হাসপাতালে চিকিৎসা নিতে বলেন। কিন্তু বাঞ্চা পাল এতে গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে বাড়িতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এফএস
Source: সময়ের কন্ঠস্বর