‘কৃষি প্রযুক্তির উন্নয়ন একা যথেষ্ট নয়, সেটি মাঠ পর্যায়ে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ’—এই মন্তব্যের মধ্য দিয়েই কৃষি প্রযুক্তি বিস্তারে গণমাধ্যম ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন বক্তারা।মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সেমিনার, যেখানে কৃষির ভবিষ্যৎ উন্নয়নে প্রযুক্তির পাশাপাশি গণমাধ্যমের যৌথ ভূমিকার ওপর জোর দেওয়া হয়।সেমিনারের শিরোনাম ছিল ‘কৃষিই সমৃদ্ধি: কৃষি প্রযুক্তি বিস্তারে গণমাধ্যমের ভূমিকা’। রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান এবং সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রোকনুজ্জামান। তিনি বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষি প্রযুক্তির সুফল দ্রুত ও সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।’ড. রোকনুজ্জামান আরও বলেন, ‘আমরা যদি ChatGPT বা অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সহজ ও গ্রহণযোগ্য ভাষায় কৃষি বিষয়ক কনটেন্ট তৈরি করি, তবে কৃষকদের জন্য তা হবে সময় ও খরচ সাশ্রয়ী এবং কার্যকর।’সেমিনারে আলোচকরা কৃষির টেকসই উন্নয়নে ১৪টি সুপারিশ উপস্থাপন করেন। তারা বলেন, প্রযুক্তি যদি তথ্য হয়, তাহলে গণমাধ্যম তার বাহক। কৃষি তথ্যের যথাযথ যাচাই, উপস্থাপন ও বিতরণে গণমাধ্যমের ভূমিকাকে আধুনিক ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তারা।উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে: – তথ্য যাচাই দল গঠন: কৃষিভিত্তিক যেকোনো তথ্য প্রচারের আগে তা যাচাই-বাছাইয়ের জন্য নির্ভরযোগ্য বিশেষজ্ঞ দল গঠন। – ডিজিটাল কৃষক গ্রুপ: ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ভিত্তিক কৃষক কমিউনিটি, যেখানে অভিজ্ঞতা, সমস্যা ও সমাধান ভাগাভাগি করা যাবে। – IVR সেবা চালু: মোবাইল কলে কৃষকদের জন্য কৃষি পরামর্শ ও সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া। – সমবায় কৃষি মডেল: ছোট কৃষকদের একত্রিত করে সমবায় ভিত্তিক উৎপাদন ও বিপণন কাঠামো গঠন। – ডিজিটাল উৎসে তথ্য প্রচার: সরকারি ওয়েবসাইট, ইউটিউব ও মোবাইল অ্যাপ থেকে কৃষি তথ্য সংগ্রহ করে গণমাধ্যমে প্রচার করা। – প্রযুক্তিনির্ভর মাঠ প্রদর্শনী: আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তির ব্যবহার মাঠপর্যায়ে প্রদর্শন। – সরকারি ইউটিউব চ্যানেল হালনাগাদ: নিয়মিত ও নির্ভুল ভিডিও কনটেন্ট আপলোড। – কল সেন্টার শক্তিশালীকরণ: কৃষকদের তাৎক্ষণিক তথ্য সহায়তা দিতে বিশেষায়িত হেল্পলাইন চালু। – সরকারি ফেসবুক পেজে কৃষি তথ্য: মৌসুমি সতর্কতা, রোগবালাই ও প্রকল্প তথ্য নিয়মিত প্রকাশ। – ‘কৃষক টিভি’ চালু: কৃষিবিষয়ক নির্দিষ্ট একটি টিভি চ্যানেল চালু করে প্রতিদিন কৃষকদের উপযোগী অনুষ্ঠান প্রচার। – সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত: কৃষক, প্রশিক্ষক, প্রকৌশলী, সরকারি ও বেসরকারি সংস্থা এবং গবেষকদের সম্মিলিত ভূমিকা নিশ্চিত করা। – ডিজিটাল কৃষক মাঠ স্কুল / ক্লাব: প্রত্যন্ত গ্রামে প্রযুক্তিনির্ভর কৃষি শেখার কেন্দ্র স্থাপন। – এলাকাভিত্তিক কৃষি এফএম রেডিও: স্থানীয় কৃষকদের জন্য নির্দিষ্ট সময়ভিত্তিক কৃষি সম্প্রচার। – ডিজিটাল কনটেন্ট টিম গঠন: তথ্যচিত্র, এনিমেশন ও ভিডিও তৈরিতে দক্ষ টিম প্রতিষ্ঠা।কৃষিকথায় গ্রাহক সংগ্রহে অবদান রাখায় তিনজন উপজেলা কৃষি কর্মকর্তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন— নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।সেমিনারে আরও উপস্থিত ছিলেন পাবনার ঈশ্বরদী এটিআই-এর মূখ্য প্রশিক্ষক মো. আব্দুল্লাহ হিল কাফি, রাজশাহীর বিনোদপুর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম এবং রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক ও কৃষি কর্মকর্তারা।সেমিনারের সমাপ্তি বক্তব্যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান বলেন, ‘আমরা চাই কৃষি হোক আধুনিক, লাভজনক এবং সম্মানজনক পেশা। সে লক্ষ্য অর্জনে গণমাধ্যম ও প্রযুক্তির সক্রিয় অংশগ্রহণ ছাড়া বিকল্প নেই।’তিনি আরও বলেন, ‘আমরা যদি প্রযুক্তি ও মিডিয়াকে একসূত্রে বেঁধে কৃষকের কাছে পৌঁছাতে পারি, তবে শুধু উৎপাদন বাড়বে না, কৃষকের জীবনমানও উন্নত হবে।’এই সেমিনার রাজশাহী অঞ্চলে কৃষি উন্নয়নের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে অনেকেই আশা প্রকাশ করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা
নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অবৈধ বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা Read more

স্ত্রী-সন্তানসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রী-সন্তানসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, তার স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেয়া রহমান ও Read more

রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন
রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন

সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বা ১৫৫ কোটি ৪০ লাখ টাকা মানবিক সহায়তা দিচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন