নওগাঁর ধামইরহাট উপজেলায় তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।এসময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ধামইরহাট থানার ওসি আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।এমআর
Source: সময়ের কন্ঠস্বর