পবিত্র ঈদুল আজহা কবে হবে তার দিনক্ষণ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মুসল্লিদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। এ দিন জিলকদ মাসের ২৯ দিন হবে। ফলে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজ রোববার (২৫ মে) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক ঘোষণায় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখা গেলে নিকটস্থ কোর্টে সে তথ্য জানাতে বলা হচ্ছে।ঘোষণায় আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আগ্রহী ব্যক্তিদের চাঁদ দেখা কর্তাদের সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছে। ইসলামি রীতি অনুযায়ী চাঁদ দেখার ধর্মীয় তাৎপর্য রয়েছে। যদি ২৭ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামী শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা পালিত হবে। এবি
Source: সময়ের কন্ঠস্বর