মুন্সীগঞ্জের টংগিবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং লেবেলিং ত্রুটির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার পুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন টংগিবাড়ি উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।অভিযান চলাকালে ‘নিউ বেকারি’ নামক একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট ও পাউরুটি তৈরি করা হচ্ছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।অন্যদিকে, ‘আদি পরেশ মিষ্টান্ন ভান্ডার’ পরিদর্শনের সময় দেখা যায়, দোকানে বিক্রি হওয়া দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর