পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম গ্রুপ স্থানীয় সময় শনিবার (২৪ মে) লাহোরে পৌঁছেছে। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।প্রথম ব্যাচে ১০ সদস্যের দলে রয়েছেন হাসান মাহমুদ, মোহাম্মদ তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়াও সহকারী স্টাফও রয়েছেন।বাংলাদেশ দল মোট তিনটি গ্রুপে পাকিস্তানে পৌঁছাবে। ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যৌথ অনুশীলন করবে উভয় দল। এরপর আগামী ২৭ মে উভয় দলের অধিনায়ক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন করবেন।মূলত, ২১ মে বাংলাদেশ দল দুই গ্রুপে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল এবং ২৫ মে ফয়সালাবাদে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হওয়ার নির্দেশনা ছিল। তবে, লজিস্টিক জটিলতা ও নিরাপত্তা বিবেচনায় সিরিজ সংক্ষিপ্ত করে তিন ম্যাচে সীমিত করা হয় এবং সবগুলো ম্যাচ লাহোরে স্থানান্তরিত হয়। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান-ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে জানা গেছে।এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে সালমান আলী আঘাকে অধিনায়ক ও শাদাব খানকে সহ-অধিনায়ক করা হয়েছে।পিসিবি ঘোষিত ১৬ সদস্যের টি-২০দলে স্থান পেয়েছেন হাসান আলী, ফখর জামান, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও নাসিম শাহ।সাবেক অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এবং ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি দলে অন্তর্ভুক্ত হননি। এছাড়াও আব্বাস আফ্রিদি, আব্দুল সামাদ, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, উমাইর বিন ইউসুফ, সুফিয়ান মুকিম ও উসমান খান বাদ পড়েছেন।বাংলাদেশ দলের অধিনায়কত্বে রয়েছেন লিটন দাস। অফ-স্পিনার মেহেদি হাসান সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর উভয়টির জন্য সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্যার আপনাকে ৫ বছর চাই’
‘স্যার আপনাকে ৫ বছর চাই’

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত ৩ Read more

ইংল্যান্ড দলে জেমি ও অ্যাটকিনসনের অভিষেক
ইংল্যান্ড দলে জেমি ও অ্যাটকিনসনের অভিষেক

বুধবার থেকে লর্ডসে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। এই টেস্টে ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে যাচ্ছে Read more

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার

দেশের খাদ্য মজুদ বাড়াতে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন