ময়মনসিংহের গৌরীপুরে একই রাতে দু’বাড়ি থেকে চোরাইকৃত দু’টি সিএনজি জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছেএ ঘটনায় বৃহস্পতিবার (২২ মে) দু’জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের আহম্মদপুর আলমগীরের বাড়ি থেকে এনামুল হকের একটি সিএনজি, একই রাত ৩টার দিকে আহম্মদপুর বাবুল মিয়ার বাড়ি থেকে আশীষ সরকার রতনের একটি সিএনজি চুরি হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বগুড়া জেলার আদমদীঘী থানার কড়ই (নরশেদপুর) গ্রামের মো. হামিদুর রহমানের পুত্র মো. সাদিক প্রামাণিককে (২৪) সিএনজিসহ গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ফুলপুর উপজেলার চরকিয়াকান্দা (শাহাপাড়া) গ্রামের মো. গিয়াস উদ্দিনের পুত্র মো. আজাহারুল ইসলামকে (২৮)গ্রেফতার করা হয়। সিএনজি মালিক আশীষ সরকার রতন জানান, তার গাড়িতে জিপিআরএস ট্র্যাকিং যন্ত্র ছিলো। গাড়িটি নান্দাইল থেকে আটারবাড়ির এলাকায় যাচ্ছিলো। নান্দাইল পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক গাড়িটি উদ্ধার ও একজনকে গ্রেফতার করে পুলিশ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।আরইউ
Source: সময়ের কন্ঠস্বর