মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় একা ঘুরতে গিয়ে এই ধর্ষনের শিকার হয়। গত শুক্রবার দুপুরে মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নের নল-নগর গ্রামে এই ঘটনা ঘটে।জানা গেছে, মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা এলাকার নল নগর গ্রামের দাউদ মোল্যার ছেলে শাওন (২৫) ও আবু তালেব মোল্যার ছেলে টিপু সুলতান (৩০) গত শুক্রবার দুপুরে বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই কিশোর শরীরের গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হয়। পরে লোক জানাজানি হলে এই ঘটনায় বৃহস্পতিবার মাগুরা সদর থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। আসামিদের ধরতে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পিয়ার উদ্দিনের তৎপরতায় এসআই কামরুজ্জামান, এসআই আলমগীর ও এএসআই সোহানুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স আসামিকে গ্রেফতারে সক্ষম হয়। ভুক্তভোগীর পরিবারের লোকেরা জানায়, শুক্রবার দুপুরে জান্নাতি রাস্তায় হাঁটাহাঁটি করছিলো। এসময় তাকে একা পেয়ে পাশের পাটক্ষেতে নিয়ে যায় শাওন। সেখানে ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। ঘটনা টের পেয়ে পাটক্ষেতে ছুটে আসে অপর আসামি টিপু সুলতান। এ ঘটনায় দুই জনকেই আসামি করে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এই ঘটনার অভিযোগ পেয়েছি মামলাও হয়েছে এবং অভিযুক্ত শাওন ও টিপু নামের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর