ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ মে) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে শুরু হয়ে চাকসু কলার ঝুপড়ি হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন।এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর’  ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’—ইত্যাদি স্লোগান দেন।বিক্ষোভ সমাবেশে চবি ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তব্যে নেতৃবৃন্দ সাম্যের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের ছাত্র রাজনীতির জন্য কলঙ্ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।তিনি বলেন, এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ না, ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে  নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবী জানাচ্ছি। পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো।চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানাই। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপদ পদচারণ নিশ্চিত করতে হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ
ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ

বিএনিপ নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের Read more

মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী
মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে আইন বিভাগের শিক্ষিকা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। Read more

শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার Read more

ইরান থেকে তেল কিনেছে বাংলাদেশ?
ইরান থেকে তেল কিনেছে বাংলাদেশ?

ইরান তার অপরিশোধিত তেলের নতুন ক্রেতা খুঁজে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানি তেলের নতুন দুই ক্রেতা সম্ভবত বাংলাদেশ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন