অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। এতে করে ভেঙে ফেলা হতে পারে এ তারকার বাড়ি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। পুরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মে শোকজ নোটিশ মিঠুনকে পাঠানো হয়। সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে, যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয়, তবে নির্মিত ওই ভবন ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলার খরচও মালিককে বহন করতে হবে। এমনকি আইনি পদক্ষেপ নেওয়া হতে পারেও বলে জানানো হয়েছে। পুরনিগম সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত সপ্তাহে ওই এলাকার প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়। এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ৯ মে আশেপাশের এলাকায় ৯টি ভবন ভেঙে ফেলা হয়েছে। আগামী ৩১ মে’র মধ্যে সবকটি অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিএমসি।অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মুম্বাই পৌরসভা আইন, ১৮৮৮-এর ধারা ৩৩৭, ৩৪২, ৩৪৭ ও ৩৫১ (১এ)-এর অধীনে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ৪৭৫এ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হলে আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের বিধানও রয়েছে।অবৈধ ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করে মিঠুন চক্রবর্তী বলেন, “আমার জমিতে কোনো অবৈধ নির্মাণ নেই। ওই এলাকার একাধিক ব্যক্তিকে এ ধরনের নোটিশ পাঠানো হয়েছে। আমাদের কাছে জবাব চাওয়া হয়েছে। বিস্তারিত জানিয়ে আমরা তা প্রস্তুত করছি।”এইচএ
Source: সময়ের কন্ঠস্বর