বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে কোকোরোযাশি এন্ড কাযুকো ভূঁইয়া কালচারাল সেন্টারের কুনিয়াকি ওকাবায়াশি পুনঃনির্বাচিত হয়েছেন।শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে জলটাবের ৮ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। ওই কমিতি থাকা বাকিরা হলেন- সহ-সভাপতি হিসেবে ড. লোপামুদ্রা মালেক, কোষাধ্যক্ষ মো. নাজিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সজল আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ ফজিলাতুন নেছা, গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার কবির সিজান এবং মো. কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আতাউর রহমান ও মাহমুদুল ইসলাম।অনুষ্ঠানে বিদায়ী কমিটির সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং নতুন কমিটি বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির (জালটাব) কার্যক্রমকে আরও বেগবান করবে এই প্রত্যাশা করা হয়।প্রসঙ্গত, বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০১৯ সালে জাপান ফাউন্ডেশনের সাকুরা নেটওয়ার্কের অন্যতম সদস্য। ২০১৬ সালের ১ এপ্রিল যাত্রা শুরু করে জালটাব।এমআর
Source: সময়ের কন্ঠস্বর