যশোরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় ভুয়াদের নাম থাকার প্রতিবাদে হট্টগোলের ঘটনা ঘটেছে।বুধবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। চেক বিতরণের সময় ছাত্ররা প্রতিবাদ জানিয়ে  স্লোগান দেন দালালি না রাজপথ, রাজপথ।যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান সুকর্ণ জানান, জুলাইযোদ্ধার তালিকায় নূর ইসলাম নামে একজনকে আহত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু সে কোথাও আহত হয়নি। এমন অন্তত ১৫ থেকে ২০ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা কোনভাবেই আন্দোলনে সম্পৃক্ত ছিলো না। এদেরকে জুলাইযোদ্ধা হিসেবে অন্তভুক্তি জুলাই বিপ্লবের সঙ্গে বেঈমানি করা হয়েছে।যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন লিখন জানান, যশোর জেলায় ৬৬ জন আহতকে জুলাইযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ তালিকার অনেকেই দেখছি, যারা কোনভাবে আন্দোলনে আহত নয়। তাদেরকে জুলাইযোদ্ধা হিসেবে মানতে পারছি না। তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি করা হয়েছে। যারা জুলাইযোদ্ধা তাদের সঙ্গে কোন ভুয়া যোদ্ধা অন্তর্ভুক্ত হোক, এটা চাই না। অবিলম্বে যাচাই বাছাই করে প্রকৃত জুলাই যোদ্ধাদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি।যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান জানান, আমরা যারা আন্দোলন করেছি তাদের প্রায় সবাই কোন না কোনভাবে আহত হয়েছি। কিন্তু সি ক্যাটাগরির তালিকায় যাদের নাম দেখছি, তাদের অধিকাংশই আহত নন। আমরা তো আহতের তালিকায় নাম তুলি নাই। তালিকা যাচাই বাছাই করা উচিত।জুলাই বিপ্লবে শহিদ ও আহত যাচাই বাছাই কমিটির সদস্য ও ছাত্রপ্রতিনিধি মেজবাহুর রহমান রামীম জানান, শুধু যশোরে আন্দোলনে নিহত ও আহতদের তালিকায় অন্তভূক্ত করা হয়নি। যশোরের বাইরে রাজধানী ও বিভিন্ন জেলায় আন্দোলনে শহিদ ও আহতদের তালিকা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। আমরা সেই তালিকা যাচাই করেছি।যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান,  জেলার শহিদ ও আহতদের তালিকা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। ওই তালিকা জেলা যাচাই বাছাই কমিটি যাচাই করেছে। আমরা তালিকা প্রস্তুতি করিনি। যাচাই বাছাই কমিটিতে দুজন ছাত্র প্রতিনিধি ছিল। তারা সরেজমিনে যাচাই বাছাই করেছে। তারপরেও তালিকায় অসঙ্গতি থাকতে পারে। ছাত্রদের নেতৃত্বে যাচাই-বাছাই করে সংশোধনের সুযোগ আছে। হট্টগোলের এক পর্যায়ে চেক বিতরণের কাজ শেষ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা
পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি Read more

লন্ডনের কিংসমেডাও খোলা মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান
লন্ডনের কিংসমেডাও খোলা মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডনের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামের খোলা মাঠে ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৩০ Read more

সীতাকুণ্ডে ঋণ থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা
সীতাকুণ্ডে ঋণ থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণ থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা করেছেন দিলীপ কুমার নাথ (৫৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলা সৈয়দপুর ইউনিয়নের Read more

বাউফলে স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
বাউফলে স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় স্বেচ্ছাসেবক দলের রিমন সিকদার (৩১) ও লিটন খন্দকারের (৪০) নামে দুই নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর ৮ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন