সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে সৌদি আরবে সফর করছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৪ মে) সকালে রাজধানী রিয়াদে এই দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে। খবর বিবিসির।এর আগে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলছেন, মহত্বের জায়গা থেকে তাদের (সিরিয়া) একটি সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও ওই বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যকার বৈঠকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।রিয়াদে বৈঠক শেষে ট্রাম্প কাতারের উদ্দেশে যাত্রা করবেন। সৌদি আরব এবং কাতারের পর সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রথম বিদেশ সফর শুরু করেছেন। দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার জন্য তিনি আগামী চার দিন উপসাগরীয় অঞ্চলে থাকবেন।তার এবারের সফরে গুরুত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ নতুন বিনিয়োগ নিশ্চিত করা। উপসাগরীয় দেশগুলো থেকে নতুন বিনিয়োগ বিশেষ করে তাদের রাষ্ট্রীয় সার্বভৌম সম্পদ তহবিল থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করছেন তিনি। এটি তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নে সহায়তা করবে বলে মনে করেন ট্রাম্প।অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে ১০০ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্য সামরিক উপকরণ কিনবে।এই প্যাকেজের আওতায় রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও রয়েছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সৌদি আরবের অস্ত্রের বড় সরবরাহকারী দেশ। যদিও দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল জো বাইডেন ক্ষমতায় থাকার সময়। ইয়েমেন যুদ্ধে দেশটির ভূমিকা উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন।এর আগে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডও দেশ দুটির সম্পর্কে প্রভাব ফেলেছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছিল, যুবরাজ মোহাম্মেদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন। যদিও সৌদি আরব সবসময় এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্মহত্যার হুমকি ভাইরাল সেই তরমুজ বিক্রেতা রনির
আত্মহত্যার হুমকি ভাইরাল সেই তরমুজ বিক্রেতা রনির

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে ‘ওই কিরে, ওই কিরে’, ‘মধু, মধু’, ‘রসমালাই’ প্রভৃতি মজাদার স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে ভাইরাল হন Read more

বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। তাই আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে Read more

জাবিতে সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সংস্থা’র ইফতার মাহফিল
জাবিতে সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সংস্থা’র ইফতার মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবিতে) সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সংস্থা'র শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন।রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ১১৯ নম্বর Read more

জামিন পাননি সাবেক পুলিশ সুপার বাবুল আকতার
জামিন পাননি সাবেক পুলিশ সুপার বাবুল আকতার

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বহুল আলোচিত মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন মঞ্জুর হবে, আশা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন