সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ৬ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এদের মধ্যে ৩ জনের জামিন মঞ্জুর ও ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রধান করেন বিচারক শেখ আশফাকুর রহমান।এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা।কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-আব্দুল কাদির।জামিন প্রাপ্তরা হলেন- আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, আব্দুস সামাদ জিলু, গোলাম দস্তগীর খান ছামিন।বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী প্রীতিশ দত্ত পিঙ্কু বলেন, ছয় মামলায় ৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ৩ জনের জামিন আবেদন মঞ্জুর করে, এবং ৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।এআই
Source: সময়ের কন্ঠস্বর