কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ) এদিন ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল জেটও রয়েছে। এই ঘটনার জের ধরে রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের শেয়ারে বুধবারই ৬ শতাংশের বড় পতন ঘটেছে।পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তা ও উচ্চপর্যায়ের নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এদিন মোট ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ এবং একটি হেরন নজরদারি ড্রোন। পাকিস্তানের দাবি, বিমানগুলো ভারতীয় আকাশসীমার মধ্যে থাকলেও স্ট্যান্ড-অফ মিউনিশন ব্যবহার করে পাকিস্তানি ভূখণ্ডে হামলার চেষ্টা করছিল।একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার খবরে তাৎক্ষণিক বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। সামরিক প্রযুক্তি নির্ভর দাসো এভিয়েশনের শেয়ার, যা সাধারণত এই খাতের আত্মবিশ্বাসের ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয়। রাফাল জেটের কার্যকারিতা এবং ভারতের কৌশলগত অবস্থানের উদ্বেগ সৃষ্টি হওয়ায় সরাসরি ক্ষতির শিকার হয়েছে।দাসো-এর স্টক ২০২৫ সালের শুরুতে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৩৩২.২০ ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে ৫৯.৪৩% বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার। যা শক্তিশালী প্রতিরক্ষা চাহিদার কারণে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। হঠাৎ ৬% কমে যাওয়ার জন্য কোনো উল্লেখযোগ্য তথ্য আর্থিক সংবাদদাতা এজেন্সিগুলো দেয়নি। তবে নেতিবাচক খবরের জন্য হয়তো দিনের কার্যদিবস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।পাকিস্তানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, আমাদের কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি। সমস্ত ইউনিট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। তিনি পিএএফের অভিযান প্রস্তুতি এবং পাকিস্তানের আকাশসীমা রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার উপর জোর দেন।পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত হওয়া একটি রাফাল এবং একটি এসইউ-৩০ বিমান বাহাওয়ালপুরের পূর্বে আহমেদপুর এবং আরেকটি রাফাল এলওসি থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে পুলওয়ামা জেলার দক্ষিণ-পশ্চিমে বিধ্বস্ত হয়েছে। সূত্র আরও জানায়, হেরন ড্রোনটিকে একটি পৃথক অভিযানে ভূপাতিত করা হয়েছে।এসকে/আরআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের জন্য ইনজুরি হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় Read more

আমরা আশা করছি, ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসবে: পরিকল্পনা উপদেষ্টা
আমরা আশা করছি, ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসবে: পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশের অর্থনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমরা আশা করছি, ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসবে। দ্রুত সময়ের Read more

কোটা আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতি অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছে?
কোটা আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতি অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছে?

বাংলাদেশের চলমান পরিস্থিতি অর্থনৈতিক সংকট আরো দীর্ঘায়িত করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ডলারের মূল্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। রেমিট্যান্সের Read more

ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মৃত্যু 
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মৃত্যু 

নিহত দুখু মিয়ার বাড়ি নেত্রকোণা জেলার বারহাট্টা থানার দুধগড়া গ্রামে। তিনি ওই এলাকার মাক্কু মিয়ার ছেলে।

খুলনা শিপইয়ার্ডের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা 
খুলনা শিপইয়ার্ডের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা 

নিজস্ব লঞ্চ বিক্রিতে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা শিপইয়ার্ডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত ইমরানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন