কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।অভিযানে দেখা যায়, বাজারের আল আকসা রেস্তোরাঁ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খালেক ফার্মেসিতে লাইসেন্সের শর্তমোতাবেক ঔষধ বিক্রি না করায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ওষুধ ও কসমেটিকস নিয়ন্ত্রণ আইন ২০২৩ এর (১) ধারা এবং ৪০ এর (গ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ফারুক ফার্মেসিতে বিপুল পরিমাণ বেবি ফুড, কসমেটিকস ও ফিজিশিয়ান স্যাম্পল মজুত পাওয়া যায়, যা সংশ্লিষ্ট আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাকে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, আমরা জনগণের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ওষুধ ও খাদ্যের মান নিয়ে কোনো আপস নেই। বাজারে যেন অনিয়ম ও অব্যবস্থাপনা না থাকে, তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছি।তিনি আরও বলেন, “মানিকারচর বাজারে অভিযান পরিচালনার আগে চন্দনপুর বাজারের মোহাম্মদ আলীর ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে। এসব মানহীন ওষুধ জব্দসহ সংশ্লিষ্ট বিক্রেতাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। একইসঙ্গে ৭ দিনের মধ্যে দোকানটির সকল অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।”অভিযানকালে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর