দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪২৪ রানের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে ১৫ রান দরকার থাকলেও নাটকীয়ভাবে ম্যাচ বের করে নিতে ব্যর্থ হয় চেন্নাই।শেষ ওভারে যশ দয়ালের অসাধারণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ বলে দরকার ছিল ৪ রান, সেটি নিতে পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। অপরাজিত থেকে যান রবীন্দ্র জাদেজা, যিনি খেলেন ৪৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৭ রানের ইনিংস। তবুও দল থামে ৫ উইকেটে ২১১ রানে।চেন্নাইয়ের বড় লক্ষ্য তাড়ায় মূল ভিত গড়ে দিয়েছিলেন তরুণ ওপেনার আয়ুশ এমহাত্রে। মাত্র ৪৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। একপ্রকার একার হাতেই টেনে নিয়ে যাচ্ছিলেন চেন্নাইয়ের ইনিংস।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। ইনিংসের ভিত্তি গড়েন দুই ওপেনার বিরাট কোহলি ও জ্যাকব বেথেল। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার যোগ করেন ৯৭ রান।বিশেষ করে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন বিরাট কোহলি। তিনি মাত্র ৩৩ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন ১৮৭.৮৮ স্ট্রাইকরেটে। বেথেলও খেলেন ৫৫ রানের কার্যকরী ইনিংস (৩৩ বল, ৮ চার, ২ ছক্কা)।তবে মিডল অর্ডারে রান তেমন আসেনি। দেবদূত পাডিক্কেল করেন ১৭, রজত পাতিদার ১১ এবং জিতেশ শর্মা মাত্র ৭ রান করেন। একসময় ১৮ ওভারে বেঙ্গালুরুর সংগ্রহ ছিল মাত্র ১৫৯ রান।সেখান থেকে ঝড় তুললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ১৯তম ওভারে খলিল আহমেদের বিরুদ্ধে একটি নো বলসহ ৩৩ রান নিয়ে নেন তিনি। হাঁকান চারটি ছক্কা ও দুটি চার।শেষ ওভারে মাথিসা পাথিরানাকেও ছক্কা-চার মেরে শেফার্ড ১৪ বলে পূর্ণ করেন নিজের ফিফটি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে দলীয় সংগ্রহ পৌঁছে যায় ২১৩ রানে।শেষ পর্যন্ত বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে থেমে যায় চেন্নাই, মাত্র ২ রানের ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে পৌরশহর সহ অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে Read more

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত ও আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর এবার ৩ দিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন