পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ডন।প্রতিবেদনে বলা হয়, আকাশসীমা লঙ্ঘন করে মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পরে ভারতের গোয়েন্দা ড্রোনটি। পরে আজাদ কাশ্মীরের ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয়।নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির একাধিক গণমাধ্যম জানায়, পাকিস্তান তার আকাশসীমা লঙ্ঘনকে ব্যর্থ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টারকে সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। ভারত ড্রোনটি ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা করেছিল। পাকিস্তান সেনাবাহিনী সময়মতো পদক্ষেপের মাধ্যমে শত্রুর এই ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।’ প্রতিবেদনে যোগ করা হয়েছে।নিরাপত্তা সূত্র এই ঘটনাকে ‘পাকিস্তান সেনাবাহিনীর সতর্কতা, পেশাদার দক্ষতা এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতির স্পষ্ট প্রমাণ’ বলে অভিহিত করেছে। সূত্র আরও জানায়, ‘পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে উপযুক্ত জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্রিত হয়েছে।’এর আগে,  গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এটিকে অঞ্চলটিতে ২০০০ সালের পর অন্যতম ভয়াবহ হামলা। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। এদিকে ঐ হামলার পরদিনই, গত ২৩ এপ্রিল, ভারত একতরফাভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল এবং বহু যুদ্ধ-সংঘাতের মধ্যেও স্থায়ী ছিল।    এছাড়া গত পাঁচদিন ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়ায় পাকিস্তান ও ভারতের সেনারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে রাতভর একে অপরের দিকে গুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এই উত্তপ্ত পরিস্থিতিতে সবশেষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার বলেন, পাকিস্তান ভারতের যে কোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত তারা। তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আমাদের বাহিনীকে শক্তিশালী করেছি। সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে।’এছাড়া পাকিস্তানের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দিগন্তে যুদ্ধ চলছে, পরবর্তী দুই থেকে তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মূলত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দু’দেশের মধ্যে এমন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তবে ভারত এই হামলার পেছনে পাকিস্তানের বিরুদ্ধে এবং সীমান্তপারের সংযোগ থাকতে পারে বলেন অভিযোগ করে আসছেচ। কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি দেশটি। অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে স্পষ্টভাবে অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটির নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্তের আহ্বান জানিয়েছেন যাতে সত্য উদঘাটিত হয়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৪ কি.মি যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৪ কি.মি যানজট

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের  যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনা, বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা সেতুপূর্ব পাড় থেকে Read more

খাগড়াছড়িতে মহাপরিচালকের পক্ষথেকে ভিডিপি সদস্যদের মাঝে উপহার বিতরণ
খাগড়াছড়িতে মহাপরিচালকের পক্ষথেকে ভিডিপি সদস্যদের মাঝে উপহার বিতরণ

খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে নববর্ষ উপলক্ষে উপহার Read more

যশোরের সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক
যশোরের সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

যশোরের রেলগেটপাড়ার কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।বৃহস্পতিবার (১২ জুন) বিকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও Read more

ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস
ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কনস্টেবল জিএম ওমর ফারুক হত্যা মামলায় বিএনপি-জামায়াতের ৩৫৩ জন আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার (২ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন