চট্টগ্রামের ফটিকছড়িতে নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ‘কারণ দর্শানো’র নোটিশ পেয়েছেন ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি। ইতোমধ্যে ‘কুরুচিপূর্ণ’ ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদলের পক্ষে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।মহিন উদ্দিন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক। তাঁর বাড়ি নাজিরহাট পৌরসভায়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে হাইকমান্ড তাকে ব্যাখ্যা চাওয়া এবং তলব করেছিলেন।গত রবিবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি মহিন উদ্দীন পেয়েছেন বলে স্বীকার করে তিনি বলেন, ‘কুরুচিপূর্ণ আচরণের অভিযোগটি আমার বিরুদ্ধে সম্পূর্ণ অপপ্রচার। আমি ইতোমধ্যে নোটিশের মৌখিক জবাব দিয়েছি। শীঘ্রই লিখিত পূর্ণাঙ্গ জবাব দেব।’এর আগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল ও সম্পাদক মনিরুল আলম জনি বিষয়টি আমলে নেন। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে দপ্তর থেকে পাঠানো নোটিশে জানানো হয়, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে মূল সংগঠনের সদস্য সচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়ে মিছিল করেছেন। সহযোগী সংগঠনের দায়িত্বে থেকে মূল সংগঠন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার আচরণ ও ব্যবহার সংগঠন বিরোধী। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, মর্মে তাঁকে ৫ দিনের সময় বেঁধে দেন। নোটিশে ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি-সম্পাদকের কাছে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেন।’ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ-খানেক উপজেলা ছাত্রদলের নেতাকর্মী মিছিল সহকারে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণকালে ‘জহির আজমের গালে গালে জুতা মারো তালে তালে।’ শ্লোগানটি দিয়ে সামনের দিকে এগোতে থাকেন। এসময় কুরুচিপূর্ণ এই শ্লোগানটি একাধিকবার সমস্বরে বলতে শোনা যায়। জহির আজম চৌধুরী উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব। এসময় মিছিলে উপজেলা বিএনপির এক পক্ষের নেতা উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সরোয়ার আলমগীরের পক্ষে নান্দনিক নানা শ্লোগানও দিতে দেখা যায়। অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন বলেন, ‘ভিডিওতে কে বা কারা এসব শ্লোগান দিয়েছেন আমি জানি না। এসময় মিছিলে অনেক বহিরাগতও ছিলেন। দলের আদর্শিক একজন কর্মী হিসেবে আমি এমন আচরণ করতে পারিনা। তবে এটি যারাই করেছে অবশ্যই নিন্দনীয়। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এসব আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি এ বিষয়ে জেলায় যথাযথ লিখিত জবাব দেব।’জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। একজন জৈষ্ঠ্য নেতার বিরুদ্ধে কুরুচীপূর্ণ আচরণ বিষয়টি খুবই আপত্তিকর ও বিব্রতকর। নোটিশের যথাযথ জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যস্থা নেওয়া হবে।’এইচএ
Source: সময়ের কন্ঠস্বর