মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে রাতের আঁধারে ডাকাতের হামলায় খাইরুল ইসলাম (৩৪) নামের একজন বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) রাত ১০টার সময় তেরাইল পশ্চিম পাড়ার নতুন ব্রিজের উপর এই ঘটনা ঘটে।আহত খাইরুল ইসলাম তেরাইল গ্রামের পশ্চিম পাড়ার মৃত বিছার উদ্দিনের ছেলে। এসময় স্থানীয়রা ডাকাত দলের সদস্য মো. সরোয়ার হোসেনকে (৩৪) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।মো. সরোয়ার হোসেন বরগুনা জেলার তালতলা থানার কড়াইবাড়িয়া গ্রামের মো. হারুন-আর-রশিদের ছেলে।স্থানীয়রা জানান, নতুন ব্রিজের উপর হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে খাইরুল ও ডাকাত দলের একজন সদস্যকে দেখতে পায়। তখন খাইরুল এক ডাকাত সদস্যকে জড়িয়ে ধরেছিলো এবং অন্য সদস্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।এসময় ডাকাত সদস্য খাইরুলের কোমরে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে আমরা খাইরুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।স্থানীয়রা আরও বলেন, ঘটনার সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করে নিয়ে যায়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে সরোয়ার হোসেন নামের একজনকে আটক করে। সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। এরপররোমানোর এই বার্তার পর ব্রাজিলের Read more

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন