নোয়াখালী পৌর এলাকায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের চৌরাস্তা-মাইজদী সড়কের সুধারাম মডেল থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রেজাউল করিম সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাম হোসেনের ছেলে। আটক ট্রাকচালকের নাম মো. রুবেল (৩২)। তিনি ভোলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সুধারাম থানার সামনের সড়ক দিয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় একটি ট্রাক এসে চাপা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে চালক রেজাউল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, রেজাউল আগেই মারা গেছেন।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে থানায় সোপর্দ করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল ঢাকা আসছে শাফিন আহমেদের মরদেহ
আগামীকাল ঢাকা আসছে শাফিন আহমেদের মরদেহ

দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন