ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে পুনরায় দাফন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্ত শেষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।শহীদ রাব্বি ঢাকার মিরপুরের তা’লীমুল ইসলাম মাদরাসার হাফেজি বিভাগের ছাত্র ছিল এবং ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। তিনি বাঁশবাড়িয়া গ্রামের জুয়েল মাতব্বরের ছোট ছেলে।রাব্বির বাবা জুয়েল মাতব্বর জানান, ২০২৪ সালের ১৯ জুলাই রাতে মিরপুরের ঢাকা মডেল কলেজের সামনে ছাত্র-জনতার একটি মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ। এসময় রাব্বি দৌড়ে একটি ভ্যানগাড়ির নিচে আশ্রয় নিলেও পুলিশের ছোড়া গুলি তার বুকে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশের চেষ্টা ছিল লাশ ছিনিয়ে নেওয়ার, তবে জনতার বাধায় তা সম্ভব হয়নি।ঘটনার রাতেই পরিবারের পক্ষ থেকে রাব্বির মরদেহ গলাচিপায় নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় রাজনৈতিক নেতারা বাধা দেয় এবং হুমকি দেয় বলে অভিযোগ করেন জুয়েল মাতব্বর। ফলে বাধ্য হয়ে তিনি রাব্বির লাশ মিরপুর গোরস্থানে দাফন করেন।গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করলে বিচারিক আদেশে গত ১০ এপ্রিল মিরপুর গোরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করে সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে রাখা হয়। রবিবার (১৩ এপ্রিল) তার ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা পটুয়াখালীর গলাচিপার উদ্দেশে রওনা হন।সোমবার ১৪ এপ্রিল ভোররাতে মরদেহ নিজ বাড়ি পৌঁছায় এবং সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান।এদিকে, এ ঘটনার জেরে রাব্বির পরিবারের পক্ষ থেকে ঢাকার কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০–৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন কাফরুল থানার উপপরিদর্শক মো. বাশার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা
ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

শহরের কেন্দ্রে একটি চত্বরে এই ঘটনাটি ঘটে। সেখানে একজন লোক হেঁটে তার দিকে আসে ও তারপর তাকে আঘাত করে। হামলাকারীকে Read more

গাজায় হামাসের বিকল্প খুঁজছে ইসরায়েল
গাজায় হামাসের বিকল্প খুঁজছে ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়া চলাকালে হামাসের শাসন অব্যাহত রাখাকে ইসরায়েল মেনে নেবে না এবং Read more

চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা হয়েছে।

পাপন আত্মগোপনে, ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ নিয়োগের আইনি প্রক্রিয়া খুঁজছেন আসিফ
পাপন আত্মগোপনে, ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ নিয়োগের আইনি প্রক্রিয়া খুঁজছেন আসিফ

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়, উচ্ছ্বাস
গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়, উচ্ছ্বাস

দীর্ঘ ১৫ বছর পর গাইবান্ধা জেলা বিএনপি অফিসে নেতাকর্মীরা ভিড় করছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিনিয়র ভাইস Read more

আজ ‘লাভ রিসেট ডে’
আজ ‘লাভ রিসেট ডে’

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন