গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সোহেল ফকিরের বিরুদ্ধে ২ লাখ টাকার বিনিময়ে জমি দখলের দায়িত্ব নেওয়ার অভিযোগ করেছেন ওয়ার্ড বিএনপির নেতা মামুন ফকির।জানা গেছে, ভুক্তভোগী মনির হোসেনের মালিকানাধীন ওই জমির বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। দীর্ঘদিন ধরে তিনি জমিটির দখল ও ব্যবহার করে আসছেন। সম্প্রতি স্থানীয় আনোয়ার হোসেন ওরফে ফজলুল হক, মমতাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, আল আমিন ও নাঈমসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।এ বিষয়ে মনির হোসেন গাজীপুর আদালতে মামলা করলে আদালত জমিতে স্থিতাবস্থার (নিষেধাজ্ঞা) আদেশ দেন। তবে নিষেধাজ্ঞা থাকার পরও অভিযুক্ত ব্যক্তিরা টিনের বেড়া ও ছাপড়াঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালান। বাধা দিলে মনির হোসেনকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।মনির হোসেন বলেন, “জমি রক্ষায় আমি আদালতের আশ্রয় নিয়েছি। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে আদালতের আদেশ উপেক্ষা করে অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন বি.এ. বলেন, আনোয়ার ড্রাইভারের কাছ থেকে সোহেল ফকির ২ লাখ টাকা নিয়েছেন এবং জমি দখলের দায়িত্বও নিয়েছেন। মামুনের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে রয়েছে, যেখানে তিনি বলেন, “সোহেল ফকিরকে আনোয়ার দুই লাখ টাকা দিছে। আমাকেও দুই লাখ দিলে ঘরবাড়ি ভেঙে পরিষ্কার করে দিব, ছেলেপেলে আছে, তাদের খরচ দিতে হবে।” এতে টাকার বিনিময়ে জমি দখলের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, “এই জমি আমার। মনির হোসেন অন্যায়ভাবে এটি খারিজ করে নিয়েছে।”সোহেল ফকিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিদস্যুতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের এ ধরনের ঘটনা এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।শ্রীপুর থানা–পুলিশ জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞার কপি সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিসা ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত
ভিসা ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত

কুয়েতের ২০ নম্বর ভিসা বা ‘খাদেম-গৃহকর্মী ভিসা’ পরিবর্তন করে ১৮ নম্বর ভিসা বা ‘শন-বেসরকারি খাত ভিসা’ করার পরিকল্পনা করছে দেশটির Read more

কক্সবাজারে ভোটকেন্দ্রে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
কক্সবাজারে ভোটকেন্দ্রে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

কক্সবাজারের মহেশখালীতে উপজেলা নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র থেকে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

ইসরায়েলের হামলা আতঙ্কে বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হিড়িক
ইসরায়েলের হামলা আতঙ্কে বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হিড়িক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে ১২ জন নিহত হওয়ার ঘটনায় পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।

নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশান ও মন্দিরে কী হয়েছে
নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশান ও মন্দিরে কী হয়েছে

ঘটনাস্থল পরিদর্শনের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বিবিসি বাংলাকে বলেছেন যে সকালে ঘটনা জানাজানি হওয়ার পর রাজশাহী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন