ইরানে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের ৮ জন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই  ঘটনা ঘটে।রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।নিহত সকলেই পাকিস্তানের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা এবং স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং করা, পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন।  নিহতদের মধ্যে ছিলেন দিলশাদ, তার ছেলে নাঈম, জাফর, দানিশ, নাসিরসহ আরও কয়েকজন।স্থানীয় সূত্র জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা রাতের অন্ধকারে ওই গ্যারেজে ঢুকে মেকানিকদের হাত বেঁধে গুলি চালায়, ঘটনাস্থলেই সবাই নিহত হন।ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে হামলাকারীরা এখনো অজ্ঞাত এবং এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলা কোনো পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী চালিয়ে থাকতে পারে। ইরানি কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা নিহতদের শনাক্ত ও তথ্য সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছেছেন। দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং নিহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও সিস্তান প্রদেশে একই ধরনের হামলায় ৯ জন পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছিলেন। এ ধরণের এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালাল বিমানবন্দরে ২ কেজি সোনাসহ কেবিন ক্রু গ্রেপ্তার
শাহজালাল বিমানবন্দরে ২ কেজি সোনাসহ কেবিন ক্রু গ্রেপ্তার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের এক নারী কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থপতি থেকে সফল ফ্যাশন ডিজাইনার মুসাররাত নওশাবা
স্থপতি থেকে সফল ফ্যাশন ডিজাইনার মুসাররাত নওশাবা

একাডেমিক্যালি তিনি একজন স্থপতি। নেশায় নকশাকার। স্থপতি হিসেবে ...

যাদের প্রতি শোক জানালো সংসদ
যাদের প্রতি শোক জানালো সংসদ

দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুল হাই গত ১৬ মার্চ থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন